মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ গাইবান্ধা পৌরসভার নগর মাতৃসদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন সুন্দরগঞ্জ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন সাঘাটায় অবৈধ বালু উত্তোলন : প্রশাসনের অভিযানে ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে (অব.) সশস্ত্র বাহিনী ঐক্য পরিষদের মতবিনিময় ফুলছড়িতে কিন্ডারগার্টেনে সহপাঠীদের হাতে শিক্ষার্থী নিগ্রহের অভিযোগ ঘাঘট নদীতে শিক্ষিকার লাশ উদ্ধার সাদুল্লাপুরে বেগুন ক্ষেতে মোজাইক ভাইরাস: দুশ্চিন্তায় কৃষক কামারপাড়া কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস গাইবান্ধা সরকারি কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস

গাইবান্ধায় তালিকাভুক্ত মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ জন

গাইবান্ধায় তালিকাভুক্ত মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ জন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় পৃথক অভিযানে তালিকাভুক্ত ‘মাদক কারবারি’ ওয়াসিম মিয়াসহ (৪৫) ৪ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল জব্দ করা হয়। গত ১৯ নভেম্বর গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ- নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ নভেম্বর রাতে জেলা শহরের পলাশপাড়ায় অভিযান চালানো হয় । এসময় তালিকাভুক্ত ‘মাদক কারবারি’ ওয়াসিম মিয়াকে ১০৫টি ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। অন্যদিকে সাদুল্লাপুর উপজেলার একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন: লালমনিরহাটের মমিনুর ইসলাম ও শাহিন আলম এবং বগুড়ার সাইফুল ইসলাম । এসময় তাদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। তাদেরকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com