মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যের আলোকে ফ্রি ডায়াবেটিক পরীক্ষার মাধ্যমে গোবিন্দগগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে আগত মানুষের দিনব্যাপী ফ্রি ডায়াবেটিক পরীক্ষা করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে টিএনটি মোড়ে ডায়াবেটিস হাসপাতালের হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। উপজেলা ডায়াবেটিক হাসপাতালের সভাপতি আব্দুল গণি সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান উল্লাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ এস.এম মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, আব্দুল মান্নান মোল্লা, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, প্রভাষক দীপক কর দিপু, শরিফুল ইসলাম সরকার প্রমূখ।