মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তাজনুর ইসলাম ও সেক্রেটারী মাজহারুল ইসলামের নেতৃত্বে গতকাল রোববার বিকেলে বিক্ষোভ মিছিলটি স্থানীয় দারুল ফোরকান ট্রাষ্ট থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা পশ্চিম চৌমাথা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারী ছাড়াও সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী বক্তব্য রাখেন।