মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধি ঃ সাঘাটা প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাঘাটা টিএমএসএস শাখা অফিস কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সাঘাটা টিএমএসএস শাখা কার্যালয়ে টিএমএসএস প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম (পিএইচই এন্ড এসপি) এর উদ্যোগে স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উক্ত সভায় এরিয়া ম্যানেজার (আর,এইচ) গোলাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের সহ-পরিচালক শাহিন মিয়া, সেনেটারী ইন্সপেক্টর মনোতোষ কুমার, সাঘাটা থানার সাব ইন্সপেক্টর মশিউর রহমান, এসএম সুলতান, বুলবুল আহম্মেদ, শাহানাজ বেগম, তরনী কান্ত রায়, আবু সাঈদ প্রমূখ। আলোচনা শেষে ফিতাকেটে এ কার্যক্রম উদ্বোধন করেন রংপুর বিভাগের সহকারী পরিচালক শাহিন মিয়া।