মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সাদুল্লাপুরে বেগুন ক্ষেতে মোজাইক ভাইরাস: দুশ্চিন্তায় কৃষক কামারপাড়া কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস গাইবান্ধা সরকারি কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস পলাশবাড়ীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী সাঘাটায় রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে বিষাক্ত পিরানহা! সাদুল্লাপুর শতবর্ষী বিদ্যালয়ে উন্নয়ন কামনায় দোয়া অনুষ্ঠিত খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন কামারজানীতে সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজে নবীণ বরণ অনুষ্ঠান তুলসীঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের গোবিন্দগঞ্জ পৌরসভার নিয়োগ পরীক্ষা স্থগিত

নলডাঙ্গায় হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসলেন বর

নলডাঙ্গায় হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসলেন বর

নলডাঙ্গা (সাদুল্লাপুর ) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় এই প্রথম হেলিকপ্টারে উড়ে বিয়ে করতে আসলেন বর বাবুল রায়হান। গতকাল হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বরযাত্রী নিকটত্নীয়সহ বন্ধুবান্ধবদের নিয়ে দুপুর সোয়া দু,টার দিকে কনের বাড়ির পাশে উপজেলার নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরন করে। এখবর জানাজানি হলে ওই এলাকার শিশু কিশোর, নারী পুরুষ ও নানা বয়সের হাজারো উৎসুক জনতা বর ও হেলিকপ্টারটি এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। এরইমধ্যে হেলিকপ্টার অবতরন করার সাথে সাথে উপস্থিত জনতা আনন্দ উল্লাসে মেতে উঠেন।
বর রায়হান বাবুল একজন ব্যবসায়ী। তার বাবার নাম পাজ্ঞাব আলী মোল্লা। তিনি মাগুরা সদর উপজেলার গাংগলিয়া চন্দন প্রতাপ গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের এনামুল হোসেন হারুনের মেয়ে নাঈমা সুলতানা ঐশীর সাথে রায়হান বাবুলের পারিবারিক ভাবে রিয়ের দিনক্ষন নির্ধারন করা হয়। সে মোতাবেক গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কনের বাড়িতে চলতে থাকে বৌ ভাতসহ বিয়ের ব্যাপক ধুমধাম।
বিবাহ রেজিষ্টার সাজ্জাদ হোসেন জানান, হেলিকপ্টারটি অবতরন করার পরে কনের বাবা ও তার আত্নীয়স্বজন বরকে উৎসবমুখর পরিবেশে বরন করে নেন। এরপর ১৬ লক্ষ টাকা দেন মোহরানায় বরকনের বিবাহ সম্পাদন করা হয়।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com