মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর উপজেলার খোদ্দর্কোমরপুর ইউনিয়নের কামালের ভিটা বিল থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। গত রোববার সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন
এই অভিযান চালান। অভিযান পরিচালনাকালে ২টি শ্যালো মেশিন, বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২ টি ট্রাক্টর ১ টি ভ্যকু, ৩ লাখ ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় প্রায় ৫৬শ মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জানা যায়, ঐ এলাকার রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে আবাদি জমি থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এ কারণে প্রতি বছরই বর্ষার মৌসুমে পাইকার কামালের ভিটা এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অবৈধ বালু সিন্ডিকেট চক্র সদস্যরা প্রভাবশালী হওয়াতে কেউ কিছু বলার সাহস পায় না, বালু উত্তোলনের ফলে আবাদি জমি বিলিন হয়ে যাচ্ছে বলে জানান এলাকাবাসী সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে জড়িতদের কাউকে পাওয়া যায়নি। তবে বালু সরবরাহ কারী ২ জনের নিকট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।