মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাসেল মিয়া (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রোববার রাত ৮ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান পাড়ার দুলা মিয়ার ছেলে। সে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পাশ করেছে।
স্থানীয়রা জানান, রাসেল মিয়া মোটরসাইকেল যোগে ফাঁসিতলা থেকে বাড়ির দিকে আসছিল। পথিমধ্যে বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছিলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সে রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।