মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), আয়োজনে পিএফজির ফলো আপ মিটিং অনুষ্ঠিত হয়। গতকাল বোনারপাড়া সরাই খানা হল রুমে উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নওয়াব আলী প্রধানের সভাপতিত্বে মিটিং এ বক্তব্য রাখেন পিএফজি রংপুর অঞ্চলের সমন্বয়ক রাজেশ দে, মোস্তাক আহম্মেদ মিলন, প্রভাষক শাহ আলম, যজ্ঞেশ্বর বর্মণ, প্রভাষক মোশারফ হোসেন, জুলফিকার হায়দার শহিন, এনামুল হক শিল্পী মন্ডল, উদ্যোক্তা সোয়াইবুর সজীব, রফিকা বেগম প্রমূখ।