মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার দুপুরে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি দেবল কুমারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আনাউর রহমান, অর্থ সম্পাদক আহমাদুর রহমান রহিম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, মাহবুর মিয়া, ঋষি কেশ, হযরত আলী, তাজুল ইসলাম, নুরুল ইসলাম, আজাদুল ইসলাম আজাদ, আনিছ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে বিতর্কিত প্রি-প্রেইড বিদ্যুৎ মিটার গাইবান্ধায় নেসকো লিঃ কর্তৃক স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করতে দেয়া হবে না। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।