মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী পৌরসভার কালুগাড়ীতে ভয়াবহ অগ্নিকা-ে বসতবাড়ী, শয়ন ঘরসহ ৮টি ঘরের মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পলাশবাড়ী পৌরসভার কালুগাড়ী গ্রামের মৃত নবাব আলীর ছেলে মাসুদ রানার বসতবাড়ীতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিবাগত রাত সাড়ে ৩ টার সময় পলাশবাড়ী পৌরসভার কালুগাড়ী গ্রামের মাসুদ রানা পরিবার ঘুমন্ত অবস্থায় বাড়ীর পশ্চিম দুয়ারি আধাপাকা শয়ন ঘরে শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়ীর ৮টি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় মাসুদ রানা আগুন দেখতে পেলে ঘরে থাকা মোটর সাইকেল ও স্ত্রী, সন্তানদের বের করে এবং চিৎকার দিলে আশে পাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে, আনার চেষ্টা চালায়। মুহুর্তের মধ্যে শয়নঘর সহ ৮টি ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্রসহ ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল আসার পূর্বেই সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার সারা জীবনের অর্জিত ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে।