মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

আব্বাস উদ্দিন আহমদের ১২৩তম জন্মবার্ষিকী পালন

আব্বাস উদ্দিন আহমদের ১২৩তম জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টারঃ ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনের আয়োজনে গত সোমবার রাতে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাওয়াইয়ার আসর ঘাড়ের গামছা থুইয়া যাওরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল কু-অভ্যাস ত্যাগ করি-সংস্কৃতি চর্চা করি-সেবার কাজে ঝাঁপিয়ে পড়ি। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সংগীতশিল্পী শিক্ষক খাজা সুজন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের উপদেষ্টা প্রমতোষ সাহা, জাসাস গাইবান্ধা জেলা কমিটির সদস্য সচিব কাওসার ওয়াহিদ সুজন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল প্রমুখ। সংগীত পরিচালনা করেন গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া। সংগীত পরিবেশন করেন সিরাজুল ইসলাম সোনা, জিয়াউর রহমান জিয়া, রাজু মিয়া, মমিন হক্কানী, তোফাজ্জল হোসেন, পরিতোস চন্দ্র সরকার, আনারুল ইসলাম, আফছার আলী, কল্পনা আক্তার, রাতুল হাওলাদার। কবিতা আবৃত্তি করেন কবি সোহেল রানা। যন্ত্রে সংগীতে ছিলেন তবলায়- মাহামুদ সাগর মহাব্বত, কিবোডে- এস এম স্বাধীন, প্যাডে- মানিক বর্মন, বাঁশিতে- মিঠু, দোতরায়- খয়বার হোসেন, খমকে- সিরাজুল ইসলাম সোনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতি কর্মী শিরিন আক্তার।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com