মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য কমানো, সর্বত্র রেশনিং চালু, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখা। বাম গণতান্ত্রিক জোটের জেলা নেতা বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কাজী আবু রাহেন শফিউল্লাহ, অ্যাডঃ নিলুফার ইয়াসমিন শিল্পী, এ্যাডঃ মুরাদ জামান রব্বানী প্রমুখ।