মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

গাইবান্ধায় হিরোইন মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

গাইবান্ধায় হিরোইন মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার হেরোইন মামলায় সোহাগ মিয়া (২১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদ- ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরে কারাদ- দিয়েছেন আদালত। গতকাল গাইবান্ধার জেলা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ ফিরোজ কবির এ রায় দেন। সোহাগ মিয়া গাইবান্ধা পৌর শহরের ২ নং ওয়ার্ডের কাঠপট্টি এলাকার আশরাফুল ইসলামের পূত্র।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ২০২১ সালের ৩০ জুন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোডাউন রোডের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে হেরোইন বেচাকেনার সময় গাইবান্ধা সদর থানার এস আই শরিফ হোসেন সেখানে অভিযান চালিয়ে সোহাগ মিয়া ও হোতা বাবু নামের যুবককে হেরোইনসহ গ্রেপ্তার করে।
অভিযানের সময় সোহাগ মিয়ার কাছ থেকে ১১১.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহাগ মিয়া ও হোতা বাবুকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
দীর্ঘ শুনানি শেষে আদালত সোহাগ মিয়াকে যাবজ্জীবন কারাদ- ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের জেল দিয়েছেন। এবং অপর আসামি হোতা বাবুকে বেকসুর খালাস দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ওবায়দুর রহমান আসামিপক্ষের আইনজীবী ছিলেন এস্টেট ডিফেন্স অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ও অ্যাডভোকেট আলামিন হোসেন ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com