মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাবেক স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন হামলার শিকার যুবক শফিকুল ইসলাম (২৫)। উভয়পক্ষের লোকজন থানায় বসে সমঝোতার পর গত শুক্রবার রাতেই বিয়ে করেন তিনি।
এর আগে, শফিকুল ইসলাম স্বজনদের নিয়ে মাইক্রোবাসযোগে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠে সাবেক স্ত্রী পারভীন ও তার স্বজনদের বিরুদ্ধে। এতে শাফিকুলসহ ৩ জন আহত হন।
গত শুক্রবার রাতে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (ফকিরপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শফিকুল ইসলামসহ আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে হামলার শিকার যুবককে উদ্ধার করে থানায় আনা হয়। এরপর রাতেই উভয়পক্ষের লোকজন থানায় বসে ঘটনার মীমাংসা করেন। পরে শফিকুলকে তার স্বজনদের জিম্মায় দেওয়া হয়। রাতেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন বলে জেনেছি।
শফিকুলের বাবা জাহিদুল ইসলাম বলেন, প্রায় তিন মাস আগে পারভীনকে তালাক দেয় আমার ছেলে। গত শুক্রবার ছেলেকে দ্বিতীয় বিয়ে করতে নিয়ে যাওয়ার সময় আমাদের ওপর হামলা চালায় পারভীনসহ তার স্বজনেরা। পরে থানায় বসে পারভীনের দেনমোহরের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর রাতেই ছেলেকে দ্বিতীয় বিয়ে করাই।