মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে গতকাল বৃহস্পতিবার ভোরে রুহুল আমীন (২৬) নামে এক হ্যাকারকে আটক করে হ্যান্ডক্যাপ লাগিয়ে আনার পর অদৃশ্য কারণে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়েছিল।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের সাদা মিয়ার ছেলে রুহুল আমিন দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার সহজ সরল মানুষদের প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এরই প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার বাড়ী থেকে রুহুল আমিনকে আটক করে হ্যান্ডক্যাপ লাগিয়ে নিয়ে এসে থানা হাজতে রাখে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে থানা থেকে রুহুল আমিনকে ছেড়ে দেয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) ইকবাল পাশা হ্যাকার রুহুল আমিনকে আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে অন্য কারণে থানায় নিয়ে আসা হয়েছিল- পরে ছেড়ে দেওয়া হয়। রুহুল আমিনকে আটক করার পর হ্যান্ডক্যাপ পরিয়ে থানায় নিয়ে এসে রহস্যজনক কারণে তাকে থানা থেকে ছেড়ে দেয়ায় ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।