মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের মধ্যদিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি প্রবর্তিত। বিএনপি মানুষের ভাগ্যোন্নয়নসহ রক্ষা কবজ হয়ে কাজ করে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দলীয় পরিচয়ে কেউ অন্যায়-অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ব্যক্তির দায় সংগঠন নেবে না।
গত মঙ্গলবার পলাশবাড়ী পৌরসভা চত্বরে পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি-ঐক্য-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে তিনি বলেন আঃলীগ দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হামলা-নির্যাতনসহ আলেম ওলামাদের নির্মম হত্যা করেছেন।
সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, সাইফুল ইসলাম, রাজু আহম্মেদ, সাগর সরকার মিনু, আব্দুল লতিফ, হেমাইদুল ইসলাম, রুহুল আমিন, সুমন প্রমুখ ।