মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যরা ইউনিয়ন পরিষদ ভেঙ্গে না দিয়ে মেয়াকাল পর্যন্ত বহাল রাখার দাবীতে ১৬ অক্টোবর সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করেছে। স্মারক লিপি প্রদান শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কামালের পাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়ন, পদুম শহর ইউপি চেয়ারম্যান মফিজুল হক, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার, হলদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল, জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন ও ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন প্রমুখ।