মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

ফকিরহাট মহিলা কলেজে পাস করেনি কেউ

ফকিরহাট মহিলা কলেজে পাস করেনি কেউ

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ থেকে কেউ পাস করেনি।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ আবু তাহের খন্দকার নব।
তিনি বলেন, ফকিরহাট মহিলা কলেজ থেকে এ বছরের রিয়া খাতুন ও রাফিয়া আক্তার নামের দুই শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা সম্পন্ন করেছে। আজ ফল প্রকাশে ওই দুই শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অর্থাৎ আমাদের কলেজ থেকে এ বছর কেউ পাস করেনি। গত বছরেও শতভাগ অকৃতকার্যের তালিকায় ছিল এই কলেজ।
ফকিরহাট মহিলা কলেজ অধ্যক্ষ আবু তাহের খন্দকার নব আরও বলেন, শুধুমাত্র পাঠদানের অনুমতি নিয়ে কলেজটি চালানো হয়। এরই মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হওয়ার পথে বসেছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com