মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং বিষয়ক এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, উপজেলা ভ্যাটেরেনারি সার্জন ডাঃ তানভীক জাহান, গাইবান্ধা জেলা রোভারের সহ-সভাপতি গোলাম মোস্তফা, গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমুল হোদা প্রধান টুকু, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক প্রমূখ।