মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

গোবিন্দগঞ্জে সাঁকো নির্মাণকে কেন্দ্র করে মারপিটে মহিলাসহ ৩ জন আহত

গোবিন্দগঞ্জে সাঁকো নির্মাণকে কেন্দ্র করে মারপিটে মহিলাসহ ৩ জন আহত

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের একটি সাঁকো নির্মাণকালে হারানো দা এর ক্ষতিপূরণ চাওয়ায় মারপিটে মহিলাসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর এলাকার মরা নদীর ওপর কয়েকদিন আগে স্থানীয় লোকজন অস্থায়ীভাবে একটি বাঁশের সাঁকো তৈরি করে জনসাধারণের পারাপারের ব্যবস্থা করে দেয়। সাঁকোটি তৈরি করার সময় সাঁকো মেরামত কাজে নিয়োজিত লোকজন ওই গ্রামের শারীরিক প্রতিবন্ধী আবুল কালাম আজাদের ৮’শ টাকা দামের একটি ধারালো দা হারিয়ে ফেলে। পরে উপস্থিত লোকজন হারানো দা’টির ক্ষতিপূরণ দেয়ার কথা বলে ঘটনাটি দু’পক্ষের মধ্যে নিরসন করে দেয়। সে অনুযায়ী গত শনিবার সাঁকো পারাপারের সময় একই গ্রামের মনিরুল, শফিউল ও আইয়ুবের দেখা পাওয়ায় আবুল কালাম আজাদ তাদের কাছে দা এর ক্ষতিপূরণের টাকা চায়। এতে তারা কালামের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথারী মারপিট শুরু করে। এ সময় কালামের আত্মচিৎকারে তার মেয়ে ও স্ত্রী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টাকালে ওই ৩ জন ক্ষিপ্ত হয়ে কারামের স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদেরকে সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে কালামের মেয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় প্রতিবন্ধী আবুল কালাম আজাদ বাদী হয়ে গতকাল মনিরুল, শফিউল, আশরাফুল ও রেজাউলসহ ১৫ জনের বিরুদ্ধে গতকাল গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি- বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com