মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় ব্রীজ নির্মাণের ঠিকাদারের গাফিলতির কারণে বিকল্প রাস্তা ডেবে গিয়ে বোনারপাড়ার জনৈক ব্যবসায়ীর দুইশ বস্তা চাল পানিতে ভেসে গেছে। এতে আব্দুল গফ্ফার নামে এক ব্যবসায়ীর প্রায় ৪ লক্ষ ৩২ হাজার টাকার ক্ষতি সাধন হয়। জানা যায়, সাঘাটা উপজেলার বটতলা বাজার নামক স্থানে এল.জি.ই.ডি একটি ব্রীজ নির্মাণ কাজের জন্য ব্রীজের পাশ দিয়ে বিকল্প রাস্তা নির্মাণের কথা থাকলেও। কিন্তু ঠিকাদার দায় সাড়া ভাবে বিকল্প নিম্ন মানের রাস্তা নির্মাণ করে। গত ৮ অক্টোবর ২শ বস্তা চাল ভর্তি একটি ট্রাক্টর (কাকড়া) গাড়ী বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা ডেবে গিয়ে ২শ বস্তা চাল পানিতে ডুবে যায়। এতে ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল গোফ্ফারের প্রায় ৪ লক্ষ ৩২ হাজার টাকার ক্ষতি সাধন হয়। এলাকাবাসি জানান, ঠিকাদারকে বারবার বিকল্প রাস্তাটি মজবুদ ভাবে করার জন্য তাগিদ দিলেও তিনি কোন প্রকার কর্ণপাত করেনি। ঠিকাদারের গাফিলতির জন্য দূর্ঘটনাটি ঘটেছে।