মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর দিনাজপুর এলাকার টীম সদস্য ও নীলফামারী জেলা আমীর আব্দুর রশিদ বলেছেন, যতক্ষন পর্যন্ত পুর্ণাঙ্গভাবে দ্বীন না কায়েম হবে ততক্ষন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি গতকাল রোববার সকালে গাইবান্ধা দারুল আমান ট্রাষ্টে জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
জেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল করিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য ডাঃ আবদুর রহিম সরকার, জেলা সিনিয়র নায়েবে আমীর আব্দুল ওয়ারেছ প্রমুখ।