মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

ধাপেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ধাপেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টারঃ ধাপেরহাটের জাতীয় মহাসড়কে ব্রিজের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১ জন নিহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের আন্ডার পার্সের দক্ষিণ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান এক ব্যক্তি। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মা আনোয়ারা নামের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে ব্রিজের রেলিং এর উপর উঠে যায়। এতে করে ঘটনাস্থলেই নিহত হয় এক ব্যক্তি।
নিহত ব্যক্তি শরীর বাস ও রেলিং এর চাপায় এতটাই পৃষ্ট হয়েছে যে তাকে চেনার মত পরিস্থিতি নেই।
খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শফিউর রহমান সঙ্গীও ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাইওয়ে পুলিশকে খবর দেয়। হাইওয়ে ও তদন্ত কেন্দ্রের পুলিশ একত্রে উদ্ধার তৎপরতা চালায়।
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শফিউর রহমান বলেন, এটি একটি মারাত্মক দুর্ঘটনা। নিহত ব্যক্তির দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশ ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com