সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে ধানক্ষেত থেকে আলীবুদ্দিন ওরফে আলেক মিয়া (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, গতকাল পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়িরঘর বৌলেরপাড়া (সারগুদাম) এলাকায় জলমগ্ন একটি আমন ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর মিয়ারবাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়। পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে একটি ধানের জমিতে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমতঃ মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়। পরবর্তীতে তার পরিচয় মেলে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মর্গের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।