সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ গতকাল বৈষম্য বিরোধী ছাত্র -জনতার গণ আন্দোলনে ঢাকার গাজীপুরে পল্লী বিদ্যুৎ আনসার একাডেমীর সামনে গত ৪ আগস্ট আইন শৃংখলা বাহিনীর গুলিতে নিহত গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামের যুবদল নেতা শহীদ জুয়েল রানার কবর জিয়ারত করেন।
পরে তিনি নিহত জুয়েল রানার বাবা মমতাজুর রহমান ব্যাপারী এবং মা জমেলা বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজ- খবর নেন। এ সময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র চলতি দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সাজাদুর রহমান সাজু, শালমারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তফা আহম্মেদ কামাল প্রমুখ।