সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জায়গার ২০ লাখ টাকা মূল্যের কাঠের গাছ বিক্রির অভিযোগের ঘটনা সত্য প্রমাণিত হয়েছে। উপজেলা বন কর্মকর্তা ও ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তার পৃথক তদন্তে সরকারি জায়গার মূল্যমান গাছ কর্তনের বিষয়ে নিশ্চিত করেছেন। সাঘাটা উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, চরাঞ্চলের সরকারি গাছ কর্তনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে তদন্তের দায়িত্ব দিয়ে ছিলেন। সরে-জমিনে ঘটনাস্থল তদন্তে জানা যায় ফুলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ মোল্লা কাঠ ব্যবসায়ীদের কাছে গাছ বিক্রি করেছেন এর সত্যতা পাওয়া গেছে। তবে অভিযুক্ত ব্যক্তি আব্দুল মজিদ মোল্লার আত্মীয় তদন্তকারী কর্মকর্তা আঃ মান্নান রিপোর্ট দাখিল করেন। তদন্তের পূর্বেই অভিযোগ কারীরা উপজেলা নিবার্হী অফিসারের নিকট তদন্তকারী কর্মকর্তা আঃ মান্নানের বিরুদ্ধে সঠিক তদন্ত রিপোট পাবে না বলে অভিযোগ করে। পরবর্তীতে হলদিয়া ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা খগেন্দ্র নাথ সরকার জানান,উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিযোগের তদন্ত করে বিষয়টি নিশ্চিত হতে সহকারী কমিশনার (ভুমি)কে দায়িত্ব দেন। সহকারী কমিশনার (ভুমি) এর নির্দেশ অনুযায়ী আমি গত ৬ অক্টোবর ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে তদন্ত করি। তদন্ত করে কর্তন কৃত গাছ গুলি সরকারি জায়গায় ছিলো বলে তিনি নিশ্চিত হয়েছেন। এব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।