সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির শান্তি-ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাতগ্রাম ইউনিয়ন শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাতগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক জামিউল আহসান মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সামিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, মোস্তফা রহমান, হারুন অর রশিদ, রোস্তম আলী, মাইদুল ইসলাম মিঠু, রেজোয়ান হোসেন সুজন, নয়ন কবির নয়ন, পারভেজ সরকার, ছাদেকুল ইসলাম, মানিক মিয়া প্রমুখ।