সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রোকনুজ্জামান প্রধান বুদুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের হাসপাতাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বুদু পৌর এলাকার চক গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক প্রধানের ছেলে। গত ১৭ জুলাই গাইবান্ধা জেলা বিএনপি’র কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করে গাইবান্ধা ডিবি হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে গাইবান্ধা ডিবি’র ওসি বুলবুল ইসলাম জানান, রাতেই তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।