সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় দেবেন্দ্র নাথ পাল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুরের একবারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবেন্দ্র নাথা পাল সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া (পাটনি পাড়া) গ্রামের মৃত হরেন্দ্র নাথ পালের ছেলে।
স্থানীয়রা জানান, ওই সময় দেবেন্দ্র নাথ পাল একদল শূকর নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এরই মধ্যে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা এসে দেবেন্দ্র নাথ পালের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।