সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জেলা প্রশাসক ও গাইবান্ধা নাট্য সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর সভাপতি চৌধুরী মোয়াজ্জম আহমদকে গত শনিবার রাতে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। নবাগত জেলা প্রশাসক ও সংস্থার সভাপতি গাইবান্ধা জেলায় যোগদান করার পর এই প্রথম সংস্থায় আসেন। তিনি আসার পর পরই প্রথমে সংস্থার কর্মকর্তা ও সকল সদস্যদের সাথে পরিচিত হন।
সংস্থার কার্যকরী সভাপতি শাহজাহান খান আবুর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডঃ একেএম হানিফ বেলাল, সাবেক সাধারণ সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল, সাবেক কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, সদস্য ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, রওশন আরা মুক্তি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সদস্য শাহনাজ আমিন মুন্নি।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, সংস্থার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আগামী সভায় আলোচনা করে সংস্থার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।