সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী আন্দোলন নামে শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল শনিবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি, গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম টুটুল, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্Ÿায়ক এম.এ মোতিন মোল্লা, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রাশেদ মিয়া, শিক্ষক আকমল আকন্দ ও মাকসুদ রহমান, রাশেদ রায়হান প্রমুুখ।