সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

গাইবান্ধা জেলা মটর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

গাইবান্ধা জেলা মটর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ গতকাল শুক্রবার গাইবান্ধায় উৎসব মূখর পরিবেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাপক সংখ্যক ভোটারদের উপস্থিতিতে গাইবান্ধা জেলা মটর ট্রাক শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ ১০৭) ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুলের ১৪টি বুথে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ৫ হাজার ৬ শত ৫০ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি ১টি পদের ২ জন, কার্যকরী সভাপতি ১টি পদের ৪ জন, সহ সভাপতি ১টি পদের ৬ জন, সাধারণ সম্পাদক ১টি পদের ২ জন, সহ সাধারণ সম্পাদক ২টি পদের ৪ জন, অর্থ সম্পাদক ১টি পদের ৪ জন, সাংগঠনিক সম্পাদক ১টি পদের ৩ জন, সড়ক সম্পাদক ২টি পদের ৬ জন, দফতর সম্পাদক ১টি পদের ৩ জন, প্রচার সম্পাদক ১টি পদের ৩ জন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ১টি পদের ৩ জন ও কার্যকরী সদস্য ৪টি পদের১৩ জন প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে ১৭টি পদের জন্য ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ভোটের পরিবেশ সুষ্ঠ ও শান্তিপূর্ণ রাখতে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মোঃ সাদরুল আলম। এছাড়া সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মনজুর আলম মিঠু, রফিকুল ইসলাম, শাহজালাল সরকার খোকন, মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, এম.এইচ মানিক, হাসিবুর রহমান লাবু ও এত্তাজুল ইসলাম।
গতকাল রাত ১০ টা পর্যন্ত ভোট গননা চলছিল ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com