সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের সদ্য স্বপদে যোগদানকৃত ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান কর্তৃক অত্র ইউপির ২৫৫ জন ভিজিডি কার্ডধারীদের মাঝে গত দুই মাসের ৬০ কেজি করে ভিজিডি চাল বিতরণ করা হয়। গতকাল দিনব্যাপী পাবনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এ চাল বিতরণ করা হয়।
জানা গেছে, উক্ত ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডল মহামান্য হাইকোর্টের নির্দেশে প্রায় দেড় বছর সাময়িক বরখাস্ত ছিলেন। পরবর্তীতে তিনি চলতি মাসেই হাইকোর্টে রিট করে তার স্বপদে বহালের দায়িত্ব ফিরে পান। দায়িত্ব পাওয়ার পর এবারই প্রথম ২৫৫ জন কার্ডধারীদের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উক্ত ইউপি ট্যাগ অফিসার হিসেবে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই মন্ডল, ইউপি সচিব এবং অত্র ইউপির সকল ওয়ার্ড সদস্যগণ।