সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

ক্রীড়া সংগঠক রাজনীতিক প্রয়াত মনার স্মরণ সভা

ক্রীড়া সংগঠক রাজনীতিক প্রয়াত মনার স্মরণ সভা

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের নির্বাহী সদস্য ক্রীড়া সংগঠক রাজনীতিক প্রয়াত গোলাম মারুফ মনার স্মরণ সভা উপলক্ষে গতকাল সংগঠনের নিজস্ব হলরুমে কোরআন তেলাওয়াত, পুষ্পমাল্য অর্পন, অন্তরে তুমি অন্তরতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। সভার শুরুতেই প্রয়াত গোলাম মারুফ মনার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি।
কবি সাহিত্যিক সাংবাদিক অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম গোলাপ, ওয়াজিউর রহমান রাফেল, কাজী জিয়াউল হাফিজ, রকিবুল ইসলাম রিটন, নিয়াজ রহমান লোটন, শাহজাহান খান আবু, মনজুর আলম মিঠু, আরিফুল ইসলাম বাবু, মোমিনুল হক মামুন, মাহফুজা খানম মিতা, আব্দুর রউফ মিয়া, শিরিন আকতার, ওয়াহিদ হাসান শাওন প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মজিবর রহমান। বক্তারা প্রয়াত গোলাম মারুফ মনার জীবনের উপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com