সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টঃ গতকাল কুন্দের পাড়া গণ উন্নয়ন একাডেমি প্রাঙ্গণে নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়।
কামারজানির কুন্দেরপাড়ায় গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হক, টিটিসি গাইবান্ধা এর অধ্যক্ষ আব্দুর রহিম ও গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ।
এছাড়াও সদর উপজেলা প্রকৌশলী মোঃ বাবলু মিয়া, শিক্ষা কর্মকর্তা মোঃ জাকিরুল হাসানসহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।