সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

সুন্দরগঞ্জে কমিউনিটি ক্লিনিক বন্ধ  স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত সাধারণ রোগী

সুন্দরগঞ্জে কমিউনিটি ক্লিনিক বন্ধ  স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত সাধারণ রোগী

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় ৩ মাস থেকে কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এলাকার সাধারণ মানুষ। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বোচাগাড়ী মৌজার মাদারের ভিটা গ্রামে অবস্থিত মাদারের ভিটা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শাহ মোঃ হিজবুল্লাহ দীর্ঘ ৩ মাস যাবত কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ক্লিনিকটি বন্ধ রয়েছে । ফলে ঐ এলাকার দরিদ্র ও হতদরিদ্র পরিবারের অসুস্থ্য শত শত রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

মাদারের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুল হক ,  মমিনুল হক মাস্টার ক্লিনিক সংলগ্ন বাড়ি মতিয়ার রহমান ও তার স্ত্রী ফুলমতি বেগম  সহ এলাকার অনেকে জানান বন্যার আগ থেকে ক্লিনিকে কর্মী হিজবুল্লাহ আসে না। অত্র ক্লিনিকের সভাপতি শফিউল ইসলাম মন্ডল জানান তিন মাস থেকে কর্মী ক্লিনিকে আসে না ক্লিনিকে কিছু ঔষধ আছে হয়তো বা ঔষধগুলোর  মেয়াদ উত্তীর্ণ হতে পারে একাধিকবার  বলা m‡Z¡I তিনি অনুপস্থিত। সিএইচসিপি হিজবুল্লাহ নিকট মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনিও ক্লিনিক বন্ধ রাখার কথা স্বীকার করেন । উপজেলায় ৬১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এব্যাপারে মাঠ পরিদর্শক আলমগীর হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন আপনারা যা জেনেছেন তা সত্য।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com