সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

সাঘাটায় জমি জমার বিরোধে চারজন আহত

সাঘাটায় জমি জমার বিরোধে চারজন আহত

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার সাঘাটা গ্রামে জমিজমার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সকাল অনুমান ৮টার দিকে সাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সাঘাটা গ্রামের নাছির হোসেনের মেয়ে কলেজ ছাত্রী মৌসুমি আক্তার (১৮) মফজুল হোক এর স্ত্রী সীমা বেগম (৩২), মকবুল হোসেন-এর ছেলে আসাদুল ইসলাম, আসাদুলের ছেলে তুহিন (২০)। আহতদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাঘাটা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। সাঘাটা গ্রামের ভুক্তভোগী নাছির উদ্দীনের ছেলে মশিউর রহমান জানান, অছিয়তনামা সূত্রে প্রাপ্ত জমি আমাদের পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। সাম্প্রতিক তার প্রতিবেশী একটি পক্ষ উক্ত জমি নিজেদের বলে দাবি করেন এবং জমি জোরপূর্বক দখল করতে নানা ধরনের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সকাল অনুমান ৮টার সময় প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে মশিউর রহমান -এর বাড়িতে গিয়ে লোকজনের ওপর হামলা চালিয়ে বেধরক মারপিট করে। এতে ৪ জন আহত হয়। আহতরা বর্তমানে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com