সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় সুন্দরগঞ্জে নার্সিং সংস্কার পরিষদের মানববন্ধন অনুষ্টিত হয়। শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১দফা দাবিতে এই মানববন্ধন অনুষ্টিত হয়। নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তরা বলেন, নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় মহাপরিচালক মাক সুরা নূরসহ নার্সিংও মিড ওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকলনন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিঞ্জনার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করতে হবে।