সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় ভাদ্রের তালপাকা গরমে অতিষ্ঠ ছিল জনজীবন। সপ্তাহ জুড়ে তাপমাত্রা পরিমাপ স্কেলের পারদ ছিল ৩০ থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াসের ঘরে । তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন গাইবান্ধাবাসী । অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার বিকাল থেকে বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে ।
প্রকাশ, গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহের পরে গতকাল বিকাল থেকেই গুমোট আবহাওয়া বিরাজ করছিল। আকাশ ছিল মেঘে ঢাকা। মানুষ অপেক্ষা করছিল কখন নামবে স্বস্তির বৃষ্টি। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে গতকাল বিকালে নেমে আসে প্রতীক্ষার বৃষ্টি। এতে খেটে খাওয়া মানুষদের মধ্যে স্বস্তি ফিরেছে।