সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের বাস্তবায়নে পূর্ব দামোদরপুর পার্টনার ফিল্ড স্কুলের ধান ও কৃষক সেবা কেন্দ্রর চতুর্থ সেশন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া রোগ ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় অতন্ত্র জরীপ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠিত সেশনে উপস্থিত ছিলেন-সাদুল্লাপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম বসুনিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম আজম ও আবু হাসান। এসময় পূর্ব দামোদরপুর পার্টনার ফিল্ড স্কুলে সকল কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। শেষে রোপা আমন ক্ষেতে অতন্ত্র জরীপ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সাদুল্লাপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম বসুনিয়া বলেন, অনুষ্ঠিত এই সেশনে ছিল- ট্রায়াল প্লট স্থাপন এবং জৈব ও সবুজ সার বিষয় নিয়ে আলোচনা। পার্টনার ফিল্ড স্কুলের মূল বিশেষত্ব এটি। এছাড়া পাতা কর্তন পরীক্ষা ও আইসিএম ট্রায়াল প্লট পরীক্ষা কার্যক্রমসহ রোগ ও পোকা দমনে অতন্ত্র জরীপ বিষয়ে কৃষক-কৃষাণীদের হাতে-কলমে শেখানো হয়।