সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

সাঘাটায় প্রতিপক্ষের মারপিটে সাবেক চেয়ারম্যান আহত

সাঘাটায় প্রতিপক্ষের মারপিটে সাবেক চেয়ারম্যান আহত

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকারের সাথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী শাহ আলমের পুত্র আশিকুর ও তার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে গত ৯ সেপ্টেম্বর সকালে চেয়ারম্যানের বসবাড়িতে হামলা চালিয়ে মারপিট করে সাবেক চেয়ারম্যান আঃ ওয়ালদুদ (৫২) বড় ভাই শহিদুল ইসলাম (৫৬) ছোট ভাই আখতারুজ্জামান (৪০) ও চেয়ারম্যানের সহধর্মিনী লিপি বেগম(৪৫)কে গুরুতর আহত করে । এ বিষয়ে আঃ ওয়াদুদ সরকার বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে, এজাহার সুত্রে জানাযায়, সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ও একই গ্রামের প্রতিবেশী শাহাআলম এর পুত্র আশিকুলের সাথে পূর্ব সত্রুতার জের ধরে গত ৯ সেপ্টেম্বর সকালে আশিকুল ও তার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে চেয়ারম্যানের বসতবাড়ি হামলা চালিয়ে চেয়ারম্যানসহ ৪ জনকে মারপিট করে গুরুত্বর আহত করে। পরে, স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করায়। এদের মধ্যে চেয়ারম্যানের বড় ভাই শহিদুলের অবস্থা আশংকাজনক হলে পরের দিন কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এজাহার জমার বিষয় সাঘাটা থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com