সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে রবিউল ইসলাম নামের এক প্রবাসীর স্থাপনায় হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। উত্তেজনামূলক এ ঘটনায় চরম আতঙ্কে দিনরাত কাটছে বলে জানিয়েছেন ভূক্তভোগির স্ত্রী মনিরা বেগম ও তার স্বজনরা। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সরেজমিনে উপজেলার দক্ষিণ ভাতগ্রামে গিয়ে দেখা যায় ভাংচুরের চিত্র। সেখানে একটি টিনসেড ঘর ও ইটের প্রাচীর ভাংচুর অবস্থায় দেখা গেছে। আর এই জায়গায় অবকাঠামো নির্মাণ করেছেন অভিযুক্ত সামিউল রহমান। ভুক্তভোগি প্রবাসী রবিউল ইসলামের স্ত্রী মনিরা বেগম জানায়, দক্ষিণ ভাতগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও স্থানীয় বিএনপির নেতা সামিউল রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বসতভিটা নিয়ে মনোমালিন্য চলে আসছিল। এ অবস্থায় রবিউল ইসলাম ও তার ভাই কর্মের তাগিদে দেশের বাইরে অবস্থান করছেন। এরই সুযোগে গত ৯ সেপ্টেম্বর পুর্বপরিকল্পিতভাবে সামিউল রহমান তার লোকজন নিয়ে হামলা করেন। এ সময় রবিউলের একটি টিনসেড ঘর ও ইটের প্রাচীর ভাংচুর করেছে।