সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষে ১৮শ উপকার ভোগী মানুষের মাঝে ২টি করে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপকারভোগীদের হাতে এই চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর আয়োজনে ফলদ বৃক্ষের চারা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মসূচীর প্রোগাম ম্যানেজার মোশারফ হোসেন । এতে প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রহমান, মাইক্রোফাইনান্স প্রোগ্রামের সিনিয়র জোনাল ম্যানেজান মোঃ মিজানুর রহমান প্রমুখ ।