সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে সাবেক এমপি কালামসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

গোবিন্দগঞ্জে সাবেক এমপি কালামসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ তিন সাঁওতাল হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদ, চিহ্নিত পুলিশ সদস্যসহ জড়িত সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গোবিন্দগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চৌকি আদালত এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়।
সাহেবগঞ্জ-বাগর্দাফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, বার্নাবাস টুডু, সুব্রল হেমব্রম, প্রিসিলা মুরমু, রাফায়েল হাসদা, বৃটিশ সরেন, ময়নুল ইসলাম, হাসান মোর্শেদ দীপন প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com