সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি ঃ সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে পারেনি প্রধান সহকারী জাহাঙ্গীর আলম সরকার। ছাত্র-জনতার বাঁধার মুখে যোগদান করতে পারেনি তিনি। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্স যোগদান করতে আসেন তিনি। রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ এবিএম আবু হানিফ গত ৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত (স্বারক নং১৪৭৮/১(১০) আদেশে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে প্রধান সহকারী জাহাঙ্গীর আলমকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। এর আগে, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম। দীর্ঘদিন চাকুরী করা সময়ে অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। একই সঙ্গে রেজিষ্টার কাগজে ফ্লুট ব্যবহার করে হাসপাতালের কর্মচারী-স্টাফদের হয়রানী করাসহ নানা অপকর্মে বিতর্কিত ছিলেন জাহাঙ্গীর আলম। এছাড়া তার বিরুদ্ধে অসদাচারণসহ নারী কেলেঙ্কারির অভিযোগও ছিলো। পরে এসব কারণে তাকে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ কমপেক্সে বদলি করা হয়। কিন্তু বদলির দুই বছর যেতে না যেতেই আবারও তদবির করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে বদলি নেন তিনি। এদিকে, বদলির আদেশে জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে আসেন। এ খবর পেয়ে হাসপাতাল চত্ত্বরে সমবেত হয় শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ। সময় তারা জাহাঙ্গীর আলমকে যোগদানে বাঁধা দেয়। পরে তাৎক্ষণিক শিক্ষার্থীরা জাহাঙ্গীর আলমের যোগদান না করাসহ তার বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ শাহীনুল ইসলাম মন্ডল বলেন, ডিজির বদলির আদেশে প্রধান সহকারী জাহাঙ্গীর আলম যোগদান করতে পারবে। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।