সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধি ঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট নায়েবিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ১১ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন মসজিদ উন্নয়ন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।
গত ৩০ আগষ্ট বাদ জুম্মা আশরাফুল ইসলামের আহবানে মসজিদের মুসুল্লীগনের সাথে পরামর্শ ক্রমে গত ৬ সেপ্টেম্বর বাদজুম্মা এ কমিটি গঠিত হয়েছে, হোমিও ডাক্তার ,আব্দুল কুদ্দুস (মন্টু) কে সভাপতি জনসংযোগ দপ্তর, সহ কমিটির অনন্য সদস্যরা হলেন, মোঃ মাহবুবুর রহমান (মহু)-অর্থ সম্পাদক, ডাঃ মো আজিম উদ্দিন- আয়, মোঃ শাহানুর রহমান মন্ডল -আয়, মোঃ আতাউর রহমান মন্ডল -ব্যয়, মোঃ আমিনুল ইসলাম সরকার-বাহির সজ্জিত করণ, এ বি এম আতাউর রহমান (রতন)-মসজিদ সজ্জিত করণ, মোঃ শাহাবুদ্দিন (ইমন)-উন্নয়ন ও পরিকল্পনা, মোঃহারুন অর রশিদ মাজার, মোঃ গোলাম রব্বানী (রতন)-ঈমাম-মোয়াজ্জিন এবং মোঃ সুজন সরকার-পানি ও বিদ্যুৎ সেবা।