সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

সাঘাটায় কালভার্টের ওপর সাঁকো এখন মরণফাঁদ

সাঘাটায় কালভার্টের ওপর সাঁকো এখন মরণফাঁদ

স্টাফ রিপোর্টারঃ সাঘাটা উপজেলায় গেল বন্যার পানির চাপে ভেঙে পড়েছে একটি কালভার্ট। স্থানীয়দের উদ্যোগে ভাঙা এই কালভার্টের ওপর নির্মাণ করা হয় কাঠের সাঁকো। ইতোমধ্যে সেটিও এখন নড়বড়ে অবস্থায়। তবুও জীবনের ঝূঁকি নিয়ে চলাচল করছে ৮ গ্রামের মানুষ। এ যেনো মরণফাঁদে পরিণত হয়েছে বলে ভুক্তভোগিদের অভিযোগ।
সম্প্রতি এই ভাঙা কালভার্ট-সাঁকোর দৃশ্য দেখা গেছে সাঘাটা উপজেলার হলদিয়া-জুমারবাড়ী রাস্তার ওপরে। একইসঙ্গে পথচারীদের দুর্ভোগও লক্ষ্যণীয়।
স্থানীয়রা জানা যায় এ সড়কটি উপজেলার হলদিয়া ও জুমারবাড়ী ইউনিয়নের অন্তত ৮ গ্রামের জনসাধারণের চলাচলের একমাত্র পথ। গত ১৯৯৮ সালে এ সড়কটির পূর্বআমীদরপাড়া এলাকায় খালের ওপর এলজিইডি আওতায় ১৯ মিটার দৈর্ঘ্য এ কালভার্টটি নির্মাণ করা হয়। সেসময় নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দায়সারা কাজ করায় ব্রিজটি অল্প সময়ের মধ্যে নড়বড়ে হয়ে পড়ে প্রায় ৫ বছর আগে। সংস্কার না করায় চলতিবছর বন্যার সময় পানির চাপে কালভার্টটি দেবে ভেঙে পড়ে। এ রুটে প্রতিদিন হলদিয়া ইউনিয়নের দক্ষিণ দীঘলকান্দি, গোবিন্দপুর, বেড়া, গারামারা, উত্তর দীঘলকান্দি, পাতিলবাড়ী ও জুমারবাড়ী ইউনিয়নের পূর্বআমদিরপাড়াসহ অন্তত ৮টি গ্রামের মানুষ চলাচল করে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com