সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

সাঘাটায় পাওয়ার টিলার অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

সাঘাটায় পাওয়ার টিলার অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

ভ্রামমান প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃতঃ তছির উদ্দিনের ছেলে আনিছুর রহমানের ১ লক্ষ্য ৭০ হাজার টাকা মূল্যের জমি হালচাষ দেওয়ার পাওয়ার টিলার অস্ত্রের মুখে ছিনতাই হয়েছে।
অভিযোগে প্রকাশ, সাঘাটা উপজেলার অনন্তপুর গ্রামের মৃতঃ তছির উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৩৬) একজন অসহায় গরীব কৃষক। সে ২০২১ সালে চারটি সংস্থা থেকে কিস্তির উপর টাকা উত্তোলন করে। গোবিন্দগঞ্জের কাটাখালি বালুয়া হাট মেসার্স ভাই ভাই মেশিনারিজ স্টোর থেকে ১ লক্ষ্য ৭০ হাজার টাকার মূল্যের এসিআই চেংটু পাওয়ার টিলার ক্রয় করেন। উক্ত পাওয়ার টিলার দিয়ে অনন্তপুর গ্রামের শতাধিক মানুষের জমিতে হাল চাষ দিয়ে কোনমতে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিবছর দুটি হালখাতার মাধ্যমে হাল চাষ বাবদ টাকা পরিশোধ করেন গ্রাহকরা। এর মধ্যে মোজা মিয়ার ছেলে ফারুক মিয়া (২৬) ৩ থেকে ৪ বছরে ১৮ হাজার টাকা বাকি করেন। দুটি হালখাতায় ৬শ টাকা পরিশোধ করেন বাকি আরো ১৭ হাজার ৪শ টাকা আনিছুর রহমানকে না দিয়ে তালবাহানা করতে থাকেন। সে টাকা চাইলেই প্রাণনাশের হুমকি দিতে থাকেন। ঘটনার দিন গত ২৫ আগস্ট বিকালে অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থানকালে আনিছুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয়। পরে আনিছুর রহমান এ ব্যাপারে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। ক্ষিপ্ত হয়ে বিকেলে ফারুক, শহিদুল, আসাদুল,ছায়দার সহ ১০ /১২ জনের একটি দল লাঠি ও অস্ত্র নিয়ে এসে জমিতে হাল চাষ করা অবস্থায় আনিছুর রহমানকে মিথ্যা সুদের টাকা দাবি করে অস্ত্রের মুখে পাওয়ার টিলারটি ছিনতাই করে নিয়ে যায়। বর্তমানে আমন মৌসুমে শতাধিক জমির মালিক বিপাকে পড়েছেন হাল চাষ দিতে পারছেন না তারা।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com