সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

গাইবান্ধা স্টেশনে ১২৮ বোতল ফেনসিডিলসহ ২ নারী যাত্রী আটক

গাইবান্ধা স্টেশনে ১২৮ বোতল ফেনসিডিলসহ ২ নারী যাত্রী আটক

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় করতোয়া এক্সপ্রেস আন্তনগর ট্রেনে ২ নারী যাত্রীর কাছ থেকে ১২৮ বোতল ফেনসিডিল জব্দ করছে জিআরপি পুলিশ। একইসঙ্গে লিখমা বেগম (৪৮) ও আনিছা বেগম (৫৫) নামের দুই নারীকে আটক করা হয়েছে।
গত সোমবার রাত ৯ টার দিকে গাইবান্ধা রেলস্টেশনে এই অভিযান পরিচালনা করে বোনারপাড়া জিআরপি থানা পুলিশ।
গ্রেফতারকৃত লিখমা বেগম বগুড়া সদর উপজেলার মালগ্রাম উত্তরপাড়ার ফারুক শেখের স্ত্রী ও আনিছা বেগম মালগ্রাম গাবতলীর সিদ্দিকের মোড়ের মৃত আব্দুস সাত্তারের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা স্টেশনে অভিযান চালানো হয়। এসময় লালমনিরহাট-শান্তাহারগামী করতোয়া এক্সপ্রেসে নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি করা হয়। এতে আটক ব্যক্তিদের শরীরে বিশেষ কায়দায় রাখা ১২৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com