সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র প্রস্তুতি মূলক সভা গতকাল বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ। সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহম্মদ, রবিউল কবির মনু, আবু জাফর লেলিন, এস.এম আলতাব হোসেন পাতা, হাসানুর রহমান চৌধুরী ডিউক, মনোয়ার হোসেন রাজু, অধ্যাপক যোবায়েরুল হক, রফিকুল ইসলাম মঞ্জু, সাইফুল ইসলাম, রুহুল আমিন লেবু, আব্দুল মালেক, জাকির হোসেন জুয়েল, ইমরান চৌধুরী ও শের শাহ বিমান, আলম সরকার, আজাহারুল ইসলাম প্রধান, মাহাতাব উদ্দিন সওদাগর, রফিকুল ইসলাম রফিক, রশিদুল ইসলাম এরোম, মহির উদ্দিন গাছু, ফিরোজ কবির প্রমুখ। আলোচনা সভায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে পালন করার লক্ষ্যে বেশ কিছু সিন্ধান্ত গৃহীত হয়।